Business is booming.

কোহলিকে পেছনে ফেলে ১২-তে লিটন দাস

17

ভারতের বিপক্ষে সদ্যঃসমাপ্ত টেস্ট সিরিজে খুব বেশি সুবিধা করতে পারেননি লিটন কুমার দাস। শেষ ইনিংসে হাঁকিয়েছিলেন অর্ধশত। তাতেই আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে ভারতীয় তারকা বিরাট কোহলিকে পেছনে ফেললেন লিটন।

দুই ধাপ এগিয়ে লিটন দাস ব্যাটারদের র‍্যাংকিংয়ে ১২তম স্থানে উঠে এসেছেন।

বুধবার হালনাগাদ করা র‍্যাংকিংয়ে দেখা যায়, ৭০২ রেটিং পয়েন্ট নিয়ে ১৪ থেকে ১২ নম্বরে এসেছেন লিটন। অন্যদিকে কোহলি দুই ধাপ নেমে ৬৭৬ রেটিং পয়েন্ট নিয়ে এখন আছেন ১৪ নম্বরে।
৯৩৬ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ান তারকা মার্নাস লাবুশানে। ৮৭৫ রেটিং পয়েন্ট নিয়ে দুয়ে পাক দলপতি বাবর আজম। স্টিভেন স্মিথ তিন ও ট্রাভিস হেড চারে অবস্থান করছেন। জো রুটের অবস্থান পাঁচে।

সেরা দশের অন্য ব্যাটাররা হলেন ঋষভ পন্থ, কেন উইলিয়ামসন, দিমুথ করুণারত্নে, রোহিত শর্মা ও উসমান খাজা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.