Business is booming.

দ্রব্যমূল্য কমান , নয়তো শ্রমিকের বেতন বাড়ান

138

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে তামাশা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)। মজুরি বৃদ্ধির আন্দোলনে সমর্থন জানিয়ে তিনি বলেছেন, ‘অভিযোগ আছে- পোশাক শ্রমিকদের আন্দোলন দমাতে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ হচ্ছে। সরকারের উদ্দেশে তিনি

বলেন, শ্রমিকদের বেতন বাড়িয়ে দিন অথবা নিত্যপণ্যের দাম কমান।’

গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান এসব কথা বলেন। তিনি বলেন, ‘রপ্তানি শিল্পের শ্রমিকদের জীবন ও জীবিকা নিয়ে নির্দয় আচরণ চলছে। যে শ্রমিকরা বৈদেশিক মুদ্রা আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, তারাই সবচেয়ে বেশি মানবেতর জীবনযাপন করছেন।’

জিএম কাদের বলেন, ‘শুরু থেকেই গার্মেন্টস শ্রমিকদের সামান্য বেতন দেওয়া হয়। ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা করার যে প্রস্তাব দেওয়া হয়েছে, তা দিয়ে একটি পরিবারের খাবার খরচই অসম্ভব। এমন বাস্তবতায় তারা বাসা ভাড়া, চিকিৎসা, পোশাক ও শিশুদের লেখাপড়া চালাবেন কীভাবে?’

জাতীয় পার্টির এ নেতা বলেন, ‘গবেষণা সংস্থা সিপিডির সর্বশেষ গবেষণায় জানা গেছে, বাংলাদেশে ৪ সদস্যের একটি পরিবারে শুধু মাসিক খাবার খরচ ২২ হাজার ৪২১ টাকা। এই গবেষণার পরও কয়েক দফা দাম বেড়েছে নিত্যপণ্যের। মালিকপক্ষ উৎপাদন ব্যয় বৃদ্ধি ও বিশ্ববাজারে প্রতিযোগিতার যে অজুহাত তুলে শ্রমিকদের স্বল্প বেতন দিতে চাচ্ছে, তা সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্য নয়। উৎপাদন বাড়িয়ে হলেও শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে। শ্রমিক অভুক্ত রেখে ব্যবসা টিকিয়ে রাখার যৌক্তিকতা মধ্যযুগীয় দাসপ্রথার বর্বরতাকে স্মরণ করিয়ে দেয়।’ এমন বাস্তবতায় তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান জিএম কাদের।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.