Business is booming.

‘উই আর ওয়ান’ নিয়ে অসহায় মানুষের পাশে মিস ওয়ার্ল্ডের মিয়ামী

64

মিস ওয়ার্ল্ড ২০১৯ ফার্স্ট রানারআপ বিজয়ী ফাতিহা খোউলদ মিয়ামী পেশায় একজন ডাক্তার। প্রতিনিয়ত সেবা কাজে মরণঘাতী করোনা ভাইরাসের ভয়াল থাবা থেকে মানুষকে বাচাতে কাজ করে যাচ্ছেন তিনি। ডাক্তারি পেশার পাশাপাশি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা ও ডাক্তারি পরামর্শ দানে স্যাটেলাইট চ্যানেল দীপ্ত টিভি, চ্যানেল আই, চ্যানেল টুয়েন্টি ফোরসহ একাধিক অনলাইন টিভি যেমন, স্বাস্থ্য টিভি, প্রবাশ সময়তেও স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দানে প্রায়শই উপস্থিত হচ্ছেন তিনি।

এ প্রসঙ্গে মিয়ামী বলেন, ‘ডাক্তারি পেশায় আগে থেকে কাজ করলেও সাস্থ্য বিষয়ক পরামর্শ কেন্দ্রিক অনুষ্ঠান আগে করা হয়নি। মূলত সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই এই কাজগুলো করছি৷ মিয়ামী এরইমধ্যে নিজস্ব ফাউন্ডেশন ‘উই আর ওয়ান’ নিয়েও কাজ করছেন তিনি। মূলত করোনা কালীন সময়ে কষ্টে থাকা মানুষের পাশে দাড়ানোর উদ্দেশ্যেই ফাউন্ডেশন ‘উই আর ওয়ান’ নিয়ে কাজ করছেন। এরইমধ্যে চাল, ডাল, পেয়াজ, আলু, তেল, লবন, সেমাই, সাবান এইসব দ্রব্যাদি তুলে দিয়েছেন একশো’র অধিক পরিবারে। এছাড়াও রোজার মাসে একশো’র অধিক মানুষকেও ইফতারি করিয়েছেন তিনি।’

মিয়ামী আরও বলেন, ‘আমার এই উদ্যোগকে যারা সহযোগিতা করেছেন – আমি তাদের কাছে কৃতজ্ঞ। মূলত আমরা কয়েকজন মিলেই এই দুঃসময়ে মানুষের জন্যে ‘উই আর ওয়ান’ ফাউন্ডেশন নিয়ে কাজ করে যাচ্ছি। আমি আমার টিমের সব ভাই – বন্ধুদের কাছে অনেক বেশী কৃতজ্ঞ। তারা কষ্টে থাকা মানুষের পাশে দাড়ানোর জন্যে যে নিরলসভাবে পরিশ্রম করেছেন- এই ঋণ শোধ হবার নয়। কারণ, এটি পুরোপুরি নন প্রফিটেবল অরগানাইজেশান। আশা করছি, ‘উই আর ওয়ান’ কষ্টে থাকা মানুষের পাশে থাকবে সবসময়।’

করোনা মোকাবেলায় ভয় না পেয়ে আরো সচেতন হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পযন্ত কষ্টে থাকা মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ। পরিস্থিতি মোকাবেলায় সারা দেশের প্রত্যকটি বিত্তবানদেরকে দুস্থ-অসহায়দের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান তিনি।’

উল্লেখ্য, মিয়ামী এরইমধ্যে অঞ্জন, রেড, সাদাকালো, চৈতি, রং, স্মার্টেক্স, ভারগো, বিশ্বরং, পূরবী জুয়েলার্স, খাদি ঘর, তাগা, প্রেম কালেকশন, মানশা, আইস্টুডে, আম্বার, সিকাসো, সার্ক ফ্যাশন শো এইসব ব্র‍্যান্ডের মডেল হয়েছেন। এছাড়াও ফিলিপাইনে অনুষ্ঠিত মিস বাংলাদেশ (এফ.ও.বি.আই) ২০১৯ স্বীকৃতি অর্জন করেছেন মিয়ামী।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.