Business is booming.

একজন বীর মুক্তিযোদ্ধা যখন কষ্টের ফেরীওয়ালা!

119

লালবাগ হাজারীবাগ কামরাঙ্গীরচর এলাকার আব্দুস সামাদ অকুতোভয় এই মহান মুক্তিযোদ্ধা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন ঠিকই কিন্তু নিজে আজও পরাধীন!! ঠিক এমনটি লিখে ফেসবুকে পোষ্ট দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ফাহাদ হাসান।

একজন বীর মুক্তিযোদ্ধা যখন কষ্টের ফেরীওয়ালা!

তিনি আরও লিখেন, ‘৯২ বয়সেও হার মানেন নি জীবন যুদ্ধে এমনকি বিশ্বব্যাপী দাঁপিয়ে বেড়ানো করোনা ভাইরাসও তাকে দমাতে পারেনি এখনো রোজ পাঁপড় নিয়ে চষে বেড়ান পেটের দায়ে!!নিজের ব্যাক্তিত্ব মান সন্মান বাচাতে কারো সাহায্য গ্রহন করতে রাজী না এই মহান ব্যাক্তিটি!! এমন মানুষদের জন্য শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। স্যালুট 👏👏’

আর্থিক সহযোগিতার কথা বললে আব্দুস সামাদ বলেন, ‘যে হাতে অস্ত্র চালিয়ে দেশ স্বাধীন করেছি সে হাতে ভিক্ষা করবো না বাজান!!আমি কারো দয়াও চাই না।এই বেশ ভালো আছি।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.