Business is booming.

ঢাকায় ১০ ডিসেম্বর আওয়ামী লীগের সমাবেশের অনুমতি দেয়নি নির্বাচন কমিশন(ইসি)

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী ১০ ডিসেম্বর সমাবেশ করতে তারা নির্বাচন কমিশনের অনুমতি পাননি।

121

মানবাধিকার দিবস উপলক্ষে আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এর দক্ষিণ গেটে সমাবেশ করতে চেয়েছিল আওয়ামী লীগ।উক্ত সমাবেশের অনুমতি দেননি নির্বাচন কমিশন।

আজ মঙ্গলবার সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সুপ্রিমকোর্ট এলাকায় সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কাদের এসব কথা জানান।

মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল, বিএনপি–জামায়াতের ‘সন্ত্রাসী বাহিনী’র দ্রুত বিচারের দাবিতে এ সমাবেশ করা হবে। এতে অগ্নিসন্ত্রাস–পেট্রলবোমা হামলায় নিহত–আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা অংশ নেবেন। সমাবেশে প্রধান অতিথি হবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এতে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগ এই সমাবেশ করার অনুমতি পেল না।

 

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন জানান, ১০ ডিসেম্বর রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের অফিসে আলোচনা সভা হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.