Business is booming.

পদ্মা সেতুর পিলারে ধাক্কা, ফেরির মাস্টার বরখাস্ত

22

একুশে নিউজ অনলাইন ডেস্ক, ২৩ জুলাই, ২০২১

মুন্সিগঞ্জের শিমুলিয়ার কাছে পদ্মা সেতুর পিলারে ধাক্কা লেগে একটি ফেরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাদারীপুরের বাংলাবাজারঘাট থেকে শিমুলিয়ায় আসার পথে ফেরি শাহ জালাল পিলারে ধাক্কা দেয়। এ ঘটনায় ওই ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, ‘বাংলাবাজার থেকে শিমুলিয়া ঘাটে আসার সময় পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খায় ফেরি শাহজালাল। এ ঘটনায় পিলারের কোনো ক্ষতি হয়নি, তবে ফেরিতে থাকা কয়েকজন সামান্য আহত হয়েছেন।’

বিআইডব্লিউটিসির এজিএম শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় ফেরির সমানের অংশে বড় ধরনের ছিদ্র তৈরি হয়। ফেরিতে ছিল ৩৩টি গাড়ি। প্রচণ্ড ঝাঁকির ফলে গাড়িগুলো একটা আরেকটার সঙ্গে ধাক্কা খায়। ফেরির প্রায় দুই হাজার যাত্রীর অনেকেই ফেরির ডেকে পড়ে যান। এ সময় তাদের অন্তত ২০ জন জখম হন।

ফেরির ভেতরের কেন্টিন তছনছ হয়ে যায় বলে জানান তিনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.