Business is booming.

সাবেক ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা শওকত আলী আর নেই

আমরা ৭১'র প্রজন্ম কেন্দ্রীয় কমিটি গভির শোক প্রকাশ করেছে এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে।

108

অনলাইন ডেস্ক ১১:৫০, ১৬ নভেম্বর, ২০২০

জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজেউন)। আজ সোমবার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে খালেদ শওকত আলী।

এর আগে কিডনি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন কর্নেল শওকত আলী। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গত ২৯ অক্টোবর তিনি সম্মিলিত সামরিক হাসপাতলে (সিএমএইচ) ভর্তি হন। বেশ কয়েদিন ধরে তিনি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।

সাবেক ডেপুটি স্পিকার কর্নেল শওকত আলী শরীয়তপুর-২ আসন থেকে ৫ পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ব্যক্তিজীবনে তিনি দুই ছেলে ও এক কন্যার জনক।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.