Business is booming.

“রাজধানীতে গ্যাস সংকট” জ্বলে না চুলা রান্না হয় রাতে

18

ঢাকা:

সকাল ৭টায় গ্যাস যায়। আসে ‍রাত ৯টায়। গ্যাস এলেও চুলা পিট পিট করে জ্বলে। এভাবে রান্না করা যায় না। পুরো শীতের সময়টা এমন যাচ্ছে। এমনও দিন গেছে দিনে ২ ঘণ্টাও গ্যাস থাকে ন‍া। ফ্রিজের খাবার ঠাণ্ডা অবস্থায়ই খেতে হচ্ছে। গ্যাসের সঙ্গে যুদ্ধ করে রান্না করতে হচ্ছে বলা যায়।

ফলে, অনেকেই মাটির চুলা ও সিলিন্ডার গ্যাসে রান্না করতে বাধ্য হচ্ছেন। আর এই তীব্র গ্যাস সংকটের কারণে ভোগান্তি চরমে উঠেছে।

এসব এলাকার অনেক স্থানে সকালেই গ্যাস উধাও, রাতে এলেও থাকে অল্প সময়। গ্যাস সংকটের কারণে কলোনির বাসিন্দারা সিলিন্ডার ও মাটির চুলায় রান্না করছে।

জানা গেছে, শীতকালে চাহিদার বিপরীতে সরবরাহ কম হয়।

এছাড়া ঠাণ্ডায় পাইপলাইনে গ্যাসের উপজাত জমে যায়, এতে বাধা পায় গ্যাস সরবরাহ। তবে এই ঘাটতি আর সরবরাহে বাধার সঙ্গে যোগ হয়েছে অবৈধ সংযোগ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.