Business is booming.

গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আইজিপির শ্রদ্ধাঞ্জলি

আগামি এক বছর আইজিপি হিসেবে চাকরির মেয়াদ বাড়লো । জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধাশেষে আইজিপি  অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানের মাতার নামে প্রতিষ্ঠিত গোপালগঞ্জ জেলার চন্দ্র দিঘলিয়ায় অবস্থিত রাবেয়া আলী গার্লস স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন।

57

একুশে নিউজ ১২/০১/২৩/NRP

রিপোর্ট : শাহজাদ শাদ মান্না

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার) পিপিএম ১২ জানুয়ারি বৃহস্পতিবার সকালে  গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন, তিনি মোনাজাত শেষে জাতির পিতার সমাধিসৌধে নিরবে কিছু সময়  দাঁড়িয়ে থাকেন।    

এ সময়ে বাংলাদেশ পুলিশের ট্যুরিস্ট পুলিশ ইউনিট প্রধান অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান বিপিএম বার, পিপিএম, বার। ঢাকা রেঞ্জ এর ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম সহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আইজিপি  তার সফরকালে অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানের মাতার নামে প্রতিষ্ঠিত গোপালগঞ্জ জেলার চন্দ্র দিঘলিয়ায় অবস্থিত রাবেয়া আলী গার্লস স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন।

উল্লেখ্য, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার) পিপিএম এর চাকুরীর মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহনের পর তিনি জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা ‍নিবেদনের জন্য এই সফর করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.