Business is booming.

বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে মদ আনতে গিয়ে শিক্ষার্থী আটক

18

জবি প্রতিনিধি

সমাপনী উৎসবের (র‌্যাগ) জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে মদ আনতে গিয়ে সাবেক শিক্ষার্থীসহ চারজন পুলিশের হাতে ধরা পড়ার ঘটনা ঘটেছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বংশাল থানা রোডের ঢাকা ব্যাংকের সামনে থেকে ওই শিক্ষার্থীদের আটক করা হয়।

আটক শিক্ষার্থীরা হলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪৩তম ব্যাচের রিপন সাহা (২৮) ও ৪৪তম ব্যাচের জুয়েল আহমেদ (২৭)। তাদের সহকারী সাভার এলাকার জীবন এবং অ্যাম্বুলেন্স চালক আব্দুল্লাহ দুলাল।

জানা গেছে, অ্যাম্বুলেন্সে ১৫-২০ বোতল কেরু কোম্পানির মদসহ ঢাকা ব্যাংকের সামনে থেকে শনিবার রাত ৮টার দিকে চারজনকে আটক করা হয়। পরে চালকসহ দুজনকে ছেড়ে দেয়া হয়।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, তাদের নামে আইন অনুযায়ী মামা দায়ের করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন বলেন, ‘এ ঘটনায় অ্যাম্বুলেন্স চালক ও জীবনকে ছাড়িয়ে এনেছি।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলম গণমাধ্যমকে বলেন, ‘আমরা চাই শিক্ষা সমাপনী অনুষ্ঠানের নামে এ ধরনের অনুষ্ঠান বন্ধ হোক। যেহেতু এ ধরনের অনুষ্ঠান হাইকোর্ট থেকে নিষেধ রয়েছে। আমরা আমাদের শিক্ষার্থীদের বলেছি তারা যেন এগুলো বন্ধ করে, তবুও তারা শুনছে না।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.