Business is booming.

চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের উঠান বৈঠক

44

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন। নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য গ্রামে-গঞ্জে, পাড়া-মহল্লায়, ঘরে ঘরে হাতে লিফলেট নিয়ে জেলার বিভিন্ন এলাকা ঘুরে প্রতিনিয়ত প্রচারণা করছেন। আসছে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রতিনিয়ত করছেন উঠান বৈঠক। তুলে ধরছেন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সাফল্যের কথা।

এরই ধারাবাহিকতায় শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে ৫টায় আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নে জাহানারা মেম্বারের বাসায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় যুব মহিলা লীগ সভাপতি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমাদের এই প্রচারণা অব্যাহত থাকবে।’

যুব মহিলা লীগ নেত্রী বলেন, ‘মানুষ সুখে থাকলে দুঃখের কথা ভুলে যায়। তাই উন্নয়নের কথা তাদের কাছে গিয়ে বলতে হবে। দেশের উন্নয়নে ও জনগণের কল্যাণে আওয়ামী লীগ সরকার যেসব কর্মসূচি নিয়েচে, সেগুলো মানুষের কাছে তুলে ধরতে হবে।’

তিনি আরও বলেন, ‘সারাদেশে গৃহহীনদের জন্য সরকার জায়গা সহ ঘর করে দিয়েছেন, আর্থিক সহায়তা দিচ্ছে, একইসঙ্গে বিধবা ও বয়স্ক ভাতা দিয়েছে সরকার। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন, সাংগঠনিক সম্পাদক স্বপ্না খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক আলিশা খাতুন, সহ সভাপতি পূর্ণিমা হালদার, সহ সভাপতি ইভা খাতুন, হোমনা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মনিরা খাতুন, সাধারণ সম্পাদক রিনা খাতুন সহ আলমডাঙ্গা উপজেলার নেতৃবৃন্দ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.