Business is booming.

রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা আমার নেই : ওবায়দুল কাদের

16

টানা তিনবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে থাকা ওবায়দুল কাদের বলেছেন, রাষ্ট্রপতি পদে যাওয়ার মতো যোগ্যতা আমার নেই। আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সচিবালয়ে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপির আন্দোলন নিয়ে আমরা সতর্ক আছি এবং থাকব। তারা যাতে সহিংস পরিস্থিতি তৈরি করতে না পারে, সে ব্যাপারে আমরা নিজেদের অবস্থান পরিবর্তন করিনি। আমরা রাজপথে আছি। রাজপথ আমরা ছাড়ব না। জনগণের জানমাল রক্ষার দায়িত্ব পালন করব। গতকাল বিএনপির বৈঠক অনেক বড় হয়েছে। আমাদের আলোচনা সভাও বড় সমাবেশে রূপ নিয়েছে।’

বিএনপির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে ওবায়দুল কাদের বলেন, ‘পরের নির্বাচনে আমাদের নেতৃত্ব দেবেন শেখ হাসিনা। কিন্তু তাদের নেতা কে? গত নির্বাচনে তারা কামাল হোসেনের নেতৃত্বে নির্বাচন করেছে।’

সেতুমন্ত্রী আরও বলেন, ‘গতকাল বিএনপির কর্মসূচি ঘিরে কোনো সহিংস পরিস্থিতি কোথাও হয়নি। ফরিদপুরে তাদের মিটিং থেকে পুলিশের ওপর ইটপাটকেল ছুড়েছে। বিষয়টি বেশিদূর গড়ায়নি। তারা শোভাযাত্রা করলে আমরা শান্তি সমাবেশ করব।’

জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধকরা হবে কি–না? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এটা আদালতের বিষয়। এ বিষয়ে আমরা সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নেইনি। আদালতের বিষয়ে দলীয় ভূমিকা যুক্তিসঙ্গত হবে না।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.