Business is booming.

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে পা রাখে বাংলাদেশ

17

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রকে পাঁচ উইকেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে পা রাখে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের দেওয়া ১০৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৭.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

১০৪ রানের জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। আগের দুই ম্যাচে ব্যাট হাতে বড় রান পাওয়া প্রত্যাশা ও স্বর্ণারা এদিন ব্যাট হাতে বড় রান করতে ব্যর্থ হয়। তবে, রাবেয়া খানের অপরাজিত ইনিংসে জয় হাতছাড়া হয়নি বাংলাদেশের। ১৫ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় তারা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২২ রান করে স্বর্ণা, এছাড়া রাবেয়া অপরাজিত থাকেন ১৮ রানে।

এর আগে, বুধবার (১৮ জানুয়ারি) টস হেরে ফিল্ডিংয়ে নেমে বোলারদের নৈপুণ্যে যুক্তরাষ্ট্রকে ১০৩ রানে আটকে দেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে চতুর্থ ওভারে দিশা বিশ্বাসের শিকার হয়ে ব্যক্তিগত ৫ রানে প্যাভিলিয়নে ফেরেন লাসিয়া মুল্লাপুদি। এরপর দিশা ধিনগ্রা ও স্নিগ্ধা পল ধীরগতির ৫৭ রানের জুটি গড়েন।

এই দুজন ১৫তম ওভারে পরপর দুই বলে উইকেট হারান। স্বর্ণা আক্তারের থ্রোতে ২০ রান করে আউট হন দিশা। এর পরের বলেই ব্যক্তিগত ২৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন স্নিগ্ধা পল।

এরপর গীতিকা কোদালি ও ইসানি ভাঘেলার জুটিতে একশ ছাড়ায় যুক্তরাষ্ট্র। শেষ বলে ১৬ রানে মারুফা আক্তারের শিকার অধিনায়ক গীতিকা। ১৭ রানে অপরাজিত ছিলেন ইসানি। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন দিশা বিশ্বাস।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.