Business is booming.

চাঁদা দাবির অভিযোগে তৃতীয় লিঙ্গের ৪ জন গ্রেফতার

16

রাজধানীর মিরপুরে বিয়েবাড়িতে চাঁদার দাবিতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তৃতীয় লিঙ্গের চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে মিরপুর মডেল থানার ৩ নম্বর সেকশনের একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন বৃষ্টি আফরিন (২৫), মধু (৩২), ঈশানী (২৫) ও সুমি (২২)।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন বলেন, ওই বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান চলাকালে তৃতীয় লিঙ্গের এই চারজন ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে না চাওয়ায় সেখানে তারা চিৎকার চেঁচামেচি ও ভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি করে করতে থাকেন। পরে তাদেরকে ১ হাজার ৫০০ টাকা দেওয়া হলেও তারা বিশৃঙ্খলা চালিয়ে যান। একপর্যায়ে ঘরের দরজা বন্ধ করে দিলে তারা বাইরে থেকে তা আটকে দিয়ে পাত্রীসহ অনেককে অবরুদ্ধ করে রাখেন।

তিনি বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তৃতীয় লিঙ্গের ৪ জনকে গ্রেফতার এবং তাদেরকে দেওয়া দেড় হাজার টাকা জব্দ করে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.