Business is booming.

মাঠে নামতে পারলেন না সাকিব সাকিব আল হাসান

31

অনলাইন ডেস্ক ০৫ ফেব্রুয়ারি, ২০২১ |

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে নামতে পারেননি সাকিব আল হাসান। দ্বিতীয় দিনের শেষ সেশনে কুঁচকির চোট মাথাচাড়া দিয়ে উঠলে তাকে মাঠে থেকে ‍উঠিয়ে নেয় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

টেস্ট শুরুর আগেই সাকিবের কুঁচকির চোট নিয়ে শঙ্কা ছিল খানিকটা। দ্বিতীয় দিন বিকেলে নিজের বলে ফিল্ডিংয়ের সময় সেখানে টান লাগে আবার। পরে বোলিং চালিয়ে গেলেও অস্বস্তি অনুভব করছিলেন। দিনের খেলা শেষ হওয়ার আগেই তিনি মাঠ ছাড়েন।

শুক্রবার খেলা শুরুর পরপর বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ‘সাকিবের চোট কতটা গুরুতর, এটা বোঝার জন্য স্ক্যান করানো নিয়ে আলোচনা করছি আমরা। আজকে শুক্রবার বলে লজিস্টিকাল একটু সমস্যা আছে। আমরা কথা বলে দেখছি কী করা যায়।’

আরও পড়ুন:
সাকিবের ব্যাটে তাকিয়ে বাংলাদেশ

টাইগারদের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ‘কুঁচকির ইনজুরির কারণে সাকিব আজ বোলিং করবে না।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে কুঁচকির ইনজুরিতে পড়েন সাকিব আল হাসান। যার কারণে সেদিন নিজের বোলিং কোটা শেষ না করেই মাঠ ছাড়েন ওয়ানডের সেরা অলরাউন্ডার। কয়েক দিন বিশ্রামের পর প্রথম টেস্টের আগে অনুশীলনের ফেরেন সাকিব।

সুত্র ইত্তেফাক

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.