Business is booming.

আবারো উত্তাল ফ্রান্স, ‘বিপাকে’ ম্যাক্রো

27

অনলাইন ডেস্ক

বিক্ষোভে ফের উত্তাল ফ্রান্স। দেশটিতে পুলিশের নিরাপত্তা সংক্রান্ত একটি বিতর্কিত খসড়া আইনের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ অব্যাহত রয়েছে। শনিবারের বিক্ষোভে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশজুড়ে চলা বিক্ষোভের ফলে এতে একধরনের বিপাকে দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো।

এছাড়া গতকালের বিক্ষোভে ‘ইয়েলো ভেস্টের’ প্রতিবাদকারীরাও রাস্তায় নামে।

এএফপি’র সাংবাদিকরা বলেছেন, বিক্ষোভে সুপারমার্কেটের জানালা, সংস্থার প্রোপার্টি এবং একটি ব্যাংক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়া কয়েকটি গাড়ি আগুনে পুড়েছে। পুলিশ বিক্ষোভ হটাতে কাঁদানে গ্যাস ছুঁড়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিসে সরকার বিরোধী ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের সদস্যেরাসহ কয়েক হাজার মানুষ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ মিছিল করার সময় মুখ ঢাকা ও কালো পোশাক পরা একদল বিক্ষোভকারী দাঙ্গা পুলিশের ওপর হামলা চালায়।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী গেরাল্ড ডারমানিন বলেছেন, এখন পর্যন্ত দেশজুড়ে ৬৪ জনকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, গতকালের বিক্ষোভের সময় ৮ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। আল-জাজিরা, রয়টার্স

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.