Business is booming.

বঙ্গবন্ধুর সিকিউরিটি অফিসার (অবসরপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক আর নেই

256

বি বাড়িয়া জেলার আখাউড়া’র তারাগনে নিজ গ্রামে বঙ্গবন্ধুর সিকিউরিটি অফিসার ল্যান্স নায়েক (অবসরপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে রাত ৮ ঘটিকার দিকে (৬ এপ্রিল) মৃত্যু বরণ করেন (ইন্নানিল্লাহি ওয়ানিল্লাহির রাজিউন)। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৭৯ বৎসর। তিনি আজ রোজা রেখে ইফতারির পর অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে কমপ্লেক্সে নেয়ার আগেই সেসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন তার ছেলে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জনাব সালমান মাহমুদ।

সালমান মাহমুদ জানান, ‘বাবা ছিলেন বঙ্গবন্ধুর সিকিউরিটি অফিসার। তার খুব ইচ্ছে ছিল দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার। কিন্তু সেই আশা তার পূরণ হলো না। সবাইকে একদিন চলে যেতে হবে। তবে চেষ্টা করব একজন মুক্তিযোদ্ধা ছেলে হিসেবে বাবার আদর্শ বুকে ধারণ করে বেড়ে উঠার। সবাই আমার বাবার আত্মার মাগফিরাত কামনা করবেন। তিনি যেন বেহেসতো নসিব করেন।’

বঙ্গবন্ধুর সিকিউরিটি অফিসার ল্যান্স নায়েক অবসরপ্রাপ্ত আবদুল খালেক এর মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক যুগ্ম-মহাসচিব সফিকুল বাহার মজুমদার (টিপু), আমরা মুক্তিযোদ্ধার সন্তান, কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ হুমায়ুুন কবির, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন ও প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শাহ পরান সিদ্দিকী (তারেক) সহ কেন্দ্রিয় কমিটির,ঢাকা মহানগর ও ঢাকা জেলার নেতৃবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, ‘তিনি একজন মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধুর সিকিউরিটি অফিসার ল্যান্স নায়েক (অবসরপ্রাপ্ত) ছিলেন। এজন্য তাকে রাষ্ট্রীয় মর্যাদায় আগামীকাল বাদ যোহর দাফন করা হবে।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.